তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
পহেলা জানুয়ারি বই উৎসবের প্রথম দিনে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে প্লে থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে ওই বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা মোঃ ওমর ফারুক।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক শিকড় সংবাদ প্রতিষ্ঠাতা, পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের পরিচালক মোঃ লিটন প্রধান, মোঃ মহসিন প্রধান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিল্লাল হোসেন ও রেহেনা আক্তারসহ আরো অনেকে। পরে তগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে পঞ্চম শ্রেনির কয়েকজন শিক্ষার্র্থী তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভালো ফলাফল অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ফুলেল সংবর্ধনা ও পুরষ্কার সামগ্রী দেয়া হয়।
রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি সোমবার বিদ্যালয় মিলনায়তনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন কারিকুলামে সাজানো বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করা হয়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম চৌধুরীর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: মহসিন ফরাজী, স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো: আলী এরশাদ, ডা: রনজিত সরকার ও নাঈম ভূঁইয়া প্রমুখ। এসময় ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথি বৃন্দ। এসময় বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তেগুরিয়া উচ্চ বিদ্যালয়
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ, দাতা সদস্য আলহাজ¦ মোখলেছুর রহমান প্রধান, অভিভাবক সদস্য ডা. হুমায়ুন কবির, ডা. আনোয়ার হোসেন, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১০৯নং চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উৎসবমূখর পরিবেশে বই বিতরন করা হয়।
এসময় বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক লাকী রানী, পিটিএ কমিটির সভাপতি জিসান আহমেদ নান্নু, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন ও অবসর প্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur