টেক ডেস্ক।। আপডেট: ০৫:৩০ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
ফেসবুকে ‘ভিডিও অটো-প্লে’ নিয়ে সমস্যায় পড়ছেন? বার বার ভিডিও প্লে হয়ে যাওয়ার কারণে আপনার গুনে গুনে ব্যবহার করা ব্যান্ডউইথের ১২টা বেজে যাচ্ছে? তিন ক্লিকে ফেসবুক ভিডিওকে ফাউ ভিউ পাওয়া থেকে বিরত রাখতে পারবেন।
নিচের নিয়মটি ফলো করুন:ফেসবুক সেটিংস> বামপাশে একদম নিচে ভিডিও অপশনে ক্লিক> অটোপ্লে-ভিডিও অপশন থেকে ‘অফ’ সিলেক্ট করুন।
দেখবেন কোনও ভিডিও আর অটো-প্লে হবে না।
চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
