চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ বোতল ফেন্সিডিলসহ বাদশা (৩০) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পদ্মা বাস থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের আরব আলীর ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খন্দকার ইসলাম হোসেন ও সহকারি উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা বাসে অভিযান চাালিয়ে তাকে আটক করে।
এসময় আটক বাদশার দেহ তল্লাশী করে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু জানান, ‘বাদশা উদ্ধারকৃত ফেন্সিডিল হাজিগঞ্জ থেকে এনেছিলো। আটক বাদশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁদপুর মামলা থানায় মামলা দায়ের করা হয়েছে।’
স্টাফ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur