Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ফুটবলার বাছাই কার্যক্রম শুরু
ফুটবলার বাছাই

ফরিদগঞ্জে ফুটবলার বাছাই কার্যক্রম শুরু

চাঁদপুরের ফরিদগঞ্জে তৃণমূল থেকে ফুটবলার তৈরির নিমিত্তে প্রথম পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে ফরিদগঞ্জ ফুটবল একাডেমী। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে উপজেলার বালিথুবা পশ্চিম , বালিথুবা পূর্ব ,সুবিদপুর পূর্ব , সুবিদপুর পশ্চিম,পাইকপাড়া উত্তর ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উদীয়মান ক্ষুদে ফুটবলাররা এ কার্যক্রমে অংশ নেন।

বাছাইপর্বে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ ফুটবল একাডেমীর আহ্বায়ক রেজাউল করিম রেজা ও সদস্য সচিব ইঞ্জি: মোহাম্মদ উল্লাহ আল আমিন, জাতীয় দলের ফুটবলার হাসান রাফি, আরিফুজ্জামান আসিফ, ফুটবল কোচ মোঃ মাসুম , মোঃ জিয়াউর রহমান , মোঃ আকাশ আহমেদ শুকু , আনোয়ার হোসেন, সুমন , জসিম উদ্দিন রনি, গিয়াস উদ্দীন, মামুন হোসাইন, জাহিদ হাসান রাসেল,আব্দুল্লাহ ,ইমন,তানভীর, স্বপন, জসিম পাটোয়ারী এবং গণমাধ্যমকর্মী রিফাত কান্তি সেন।

একাডেমির আহ্বায়ক জাতীয় দলের সাবেক অধিনায়নক রেজাউল করিম রেজা বলেন, তৃণমূল থেকে আমরা প্রতিভাবান ফুটবলার বাছাই করতে চাই। নানান মানুষের নানান স্বপ্ন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জেনিয়ার হতে চায়, আবার কেউ খেলোয়াড় হতে চায়। গ্রামের শিশুরা সুযোগের অভাবে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না। ফরিদগঞ্জ ফুটবল একাডেমি সেই সব প্রতিভাবানদের স্বপ্ন সত্যি করার জন্য পথ দেখাবে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৫ সেপ্টেম্বর ২০২০