ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জন নিহত হয়েছে এবং বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটির দক্ষিণের দ্বীপ মিন্দানাওয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।
রায়ান কাবুস নামের একজন কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে কৃষিনির্ভর একটি গ্রাম তলিয়ে যাওয়ার বিষয়টি খুঁজে দেখে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
ইতোমধ্যে জরুরি কাজে নিয়োজিত কর্মী এবং সেনারা দুর্ঘটনা কবলিত এলাকায় ছুটে গেছেন। তবে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেখানে যাওয়া কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
পুলিশ বলছে, নদীর পানি বেড়ে গিয়ে বেশিরভাগ বাড়িঘর ভেসে গেছে। সেখানকার গ্রাম আর নেই বললেই চলে। মাটির নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা।
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ সময় ৫:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur