ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পাস (ডিগ্রি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০১৭ এর ফল আজ বৃহস্পতিবার ১৯ই এপ্রিল প্রকাশিত হয়েছে।
এতে চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা থেকে ১ম বর্ষে ৫১ জন এবং ২য় বর্ষে ৪৯ জন সহ মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে সকলেই কৃতিত্বের সাথে পাশ করে।
১ম বর্ষে ৫১ জন শিক্ষার্থী মধ্যে এ+ ১ জন, এ ৩ জন, এ- ১৯ জন, বি ১১ জন, সি ১৪ এবং ডি পায় ৩জন। এবং ২য় বর্ষে ৪৯ জন শিক্ষার্থী মধ্যে এ ১ জন, এ- ১২ জন, বি ২১ জন, সি ১৩ এবং ডি পায় ২ জন। প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ১০০জন পরীক্ষার্থীই কৃতিত্বের সাথে পাশ করে। যার মাধ্যমে শতভাগ পাশের সাফল্যের ধরাবাহিকতা ধরে রাখলো শাহতলী কামিল মাদরাসা।
এদিকে এক অভিনন্দন বার্তায় এই কৃতিত্বপূর্ণ ফলাফল্যের জন্য কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ গভর্নিংবডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
প্রতিবেদক- এম.এ.শাকুর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur