Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন’ কমিটি গঠন
ফাউন্ডেশন
সভাপতি শিমুল হাছান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম।

ফরিদগঞ্জে ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন’ কমিটি গঠন

পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন। সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস. এম ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম।

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

২০ জুন রোববার সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিন স্বাক্ষরিত প্রেস নোটে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য, দৈনিক সুদীপ্ত চাঁদপুর, বানিজ্য প্রতিদিন ও চাঁদপুর টাইমস এর উপজেলা প্রতিনিধি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর খবরের ফরিদগঞ্জ অফিস প্রধান ও প্রিয় চাঁদপুর এর স্টাফ রিপোর্টার এস. এম ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য ও দৈনিক শপথ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুস সালাম।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে যৌথভাবে আগামি ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা চাঁদপুর জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শিমুল হাছান ও সাধারণ সম্পাদক এস. এম ইকবাল হোসেন অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এ দায়িত্ব আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চাঁদপুরের দুস্থ্য অসহায় মানুষের জন্য কাজ করে সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে দেশ ও সমাজের উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ”।

উল্লেখ্য মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩ তারপর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।

নিজস্ব প্রতিনিধি