Thursday, 02 July, 2015 04:17:19 AM
শরীফুল ইসলাম, চাঁদপুর :
ফরিদগঞ্জের কালীর বাজার রাস্তায় সিমেন্ট ভর্তি একটি ট্রাক চাপায় ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটে।
জানা যায়, শফিকুর রহমান (৪৫) কালীর বাজার রাস্তার মোড়ে লেপ-তোষকের ব্যবসা করতেন। বুধবার দুপুরে রাস্তা পারাপার হওয়ার সময় চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী একটি ট্রাক ( চট্র মেট্রো ট – ০২০৫৮৮) বেপরোয়া গতিতে এসে শফিকে চাপা দেয়। ট্রাকের চাপায় তার বুকের পাজর ও শরীরের নিম্নাঙ্গ থেতলে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশে খবর দিলে ফরিদগঞ্জ থানা থেকে একটি ফোর্স এসে শফিকের থেতলানো দেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur