যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের করা বিশ্বের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ম্যাগাজিনরটির বুধবারের সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
‘ডিসিশন মেকার’ (সিদ্ধান্ত গ্রহণকারী) ক্যাটাগরিতে বিশ্বের অনেক নেতাদের সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রীর নাম। জলবায়ু পরিবর্তন রোধ, অর্থনীতি বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার জন্য তাকে এই তালিকাভুক্ত করা হয়েছে।
একই তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা ম্যার্কেল, আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী ও সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৩৩ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur