চাঁদপুরের ফরিদগঞ্জে আবু বক্কর সিদ্দিক আলকোরাইশী ও পীর মোসলেউদ্দিন (রহঃ) এতিম খানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটার গত ৬ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করায় সভাপতি পদ শূন্য হওয়ায়, উক্ত কমিটির সহ-সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারীকে সভাপতি নির্বাচিত করেন ব্যবস্থপনা কমিটির বাকি সদস্যরা। এতিম খানার সুপার মাওলানা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আবুল খায়ের পাটওয়ারী এতিমখানার সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur