Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নের সাফল্য ও প্রত্যাশা
বালিথুবা
বর্তমান এমপি সাংবাদিক শফিকুর রহমান, প্রয়াত আলমগীর হায়দার খান ও এম এ মান্নান

ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নের সাফল্য ও প্রত্যাশা

চাঁদপুর ফরিদগঞ্জের বালিথুবা পুর্ব ইউনিয়নে তিন এমপির জন্ম স্থান। রয়েছে অনেক সুনাম। তবে সুনামের পাশাপাশি রাজাকার এম এ মান্নানের বাড়িও এই ইউনিয়নেই। ১৯৭৯ সালে প্রথমে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এমপি নিবার্চিত হন প্রয়াত এম এ মান্নান। তিনি ১৯৮৬ সালে দ্বিতীয় বারও নির্বাচিত হয়ে তৎকালিন সময়ে ধর্ম মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

একই ইউনিয়নে ১৯৯১ সালে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য নিবার্চিত হন প্রয়াত আলমগীর হায়দার খান। পরে তিনি ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে ১১তম জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান নিবার্চিত হন।

এই ইউনিয়নের ইউডিসির তথ্যানুযায়ী, ইউনিয়নের মোট আয়াতন ৩৯৬৯ একর। গ্রাম ১৪টি। মোট জনসংখ্যা ৪৬,৯৯৮। এর মধ্যে পুরুষ ২৪,৯১৬ আর নারী ২১,৯৮২ জন। অতি দরিদ্র পরিবারের সংখ্যা ৫৪৩টি, শিক্ষার হার ৭০%, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১টি, কমিউনিটি ক্লিনিক ৪টি, পোস্ট অফিস ৪টি, কলেজ ১টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪টি, মাদ্রাসা ৪টি, মসজিদ ৬৯টি, মন্দির ৩টি, এতিমখানা ৪টি, ব্যাংক ২টি, এজেন্ট ব্যাংকিং ২টি, ইট ভাটা ২টি, পাকা রাস্তা প্রায় ২০ কিলোমিটার, ব্রীজ ১৫টি, আবাদী জমির পরিমান ৭৭০ হেক্টর, বাজার ৩টি, কিন্ডার গার্টেন ৩৫টি, প্রবাসী ১,৪০০ জন প্রায়। এই ইউনিয়নের খাল সমূহ হলো- ওয়াপদা খাল, কে পোর্টি খাল।

সাধারন জনগনের মতে এই ইউনিয়নের প্রধান সমস্যা হলো মাদক। ইউনিয়নের সর্বত্র মাদকে সয়লাব। এর প্রভাবে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
এই ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তাঘাট এখনো পাকা হয়নি। এর মধ্যে ৫নং ওয়ার্ডের বালিথুবা টু মাছিমপুর রাস্তা ছাড়াও বালিথুবা অদুদিয়া দাখিল মাদ্রাসা থেকে সানকিসাইর হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত জনবহুল এ রাস্তাটিও ব্যবহারকারীরা বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয়।

এছাড়াও বালিথুবা রাস্তার মাথা (ওয়াপদা) থেকে দলমগর হয়ে ইসলামপুর পর্যন্ত সড়কটিরও বেহাল অবস্থা। এ সকল সমস্যা সমাধানে যে এগিয়ে আসবেন তাকে নিয়ে আগামী নিবার্চনে চেয়ারম্যান পদে আসীন করতে চায় এলাকাবাসী।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ৪ নভেম্বর ২০২১