Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
ফরিদগঞ্জ বাজার

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৬ বছর পর অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং ভোটারদের স্বতঃপূর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিযোগীতা করেন।

২১ অক্টোবর,বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর মেয়র কর্তৃক ঘোষিত ফলাফল অনুসারে মো. ফারুকুল ইসলাম (ছাতা মার্কা) ৩০৮ ভোট পেয়ে সভাপতি, আলী হায়দার পাঠান (টেবিল) ৩৫৪ ভোট পেয়ে সহ-সভাপতি, সহ- সভাপতি পদে মো. মাসুদুর রহমান (চেয়ার) ২৬০ ভোট,  মিজানুর রহমান বাবুল (চশমা মার্কা) ৩১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, আবুল হোসাইন জহির (দোয়াত কলম) ৩৭৭ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সজিব (টিয়া পাখি) ৩৭১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, সোহেল পাটওয়ারী (আম) ৩০৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মাইনুল হাছান টিটু (কাপ পিরিচ) ৩৪০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক ও ওমর ফারুক বাবুল (কলস) ৩৮৭ ভোট পেয়ে সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে মো. খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউর রহমান এবং  সদস্য পদে আনিছুর রহমান, মেহেদী হাছান মুন্না, মো. মনির হোসেন, আব্দুস ছালাম মিজি, আতিক উল্লা ও হাজী মোস্তফা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।

এর আগে আজ সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪  টা পর্যন্ত ফরিদগঞ্জ পৌরসভায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৯৭ জন ভোটারের মাঝে ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

পরাজিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে মো. শাহাদাৎ হোসেন (মোবাইল) ৩০২ ভোট, সহ-সভাপতি পদে শফিকুর রহমান মৃধা (গোলাপ ফুল) ২৪৬ ভোট, সাধারণ সম্পাদক পদে অহিদ পাটওয়ারী (আনারস) ১৩৯ ভোট, নুরুল আমিন পাটওয়ারী (মোমবাতি) ১৩১ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে শিমুল পাটওয়ারী (বই) ১৬৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (মোরগ) ২২৯ ভোট, কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন  (চাকা) ২৫৯ ভোট, দপ্তর সম্পাদক পদে ফিরোজ আলম (জগ) ২১৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো.নাছির উদ্দিন হাজারী (চাপ কল) ১৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।

নির্বাচনে বিজয়ী এবং পরাজিত প্রার্থী কাঁধে কাঁধ মিলিয়ে বাজার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে নির্বাচনকে গিরে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি মেঘনাপাড় মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সভাপতি মেয়র মো.মাহফুজুল হকের নেতৃত্বে স্কাউটের সদস্যরা নিরলস ভাবে কাজ করেছেন।

নির্বাচন ফলাফল ঘোষণার আগে মেয়র মাহফুজুল হক বলেন, দীর্ঘ ১৬ পর বাজার ব্যবসায়ীরা তাদের কাংক্ষিত নির্বাচনে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। তাদের স্বতঃস্পূর্ত অংশ গ্রহণ নির্বাচনকে প্রানবন্ত করেছে।

তিনি নির্বাচন সফল এবং স্বার্থক করায় জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ, সাংবাদিক, স্কাউট সদস্য, বাজার ব্যবসায়ী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে বাজারের সাধারন ব্যবসায়ী, নব-নির্বাচিত সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনগন অবাধ-সুষ্ঠ ও শান্তি পূর্ন নির্বাচন উপহার দেওয়ায় মেয়র মাহফুজুল হকসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের প্রশংসা করেন।  

প্রতিবেদক:শিমুল হাছান,২১ অক্টোবর ২০২০