চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি, দৈনিক জনকণ্ঠ ও চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর কণ্ঠের প্রতিবেদক এমকে মানিক পাঠান। সংগঠনের গঠনতন্ত্রনুযায়ী শুক্রবার (২৪ মে) থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করে সহকর্মী ও শুভাকাঙ্খীদের সহায়তা কামনা করছেন এমকে মানিক পাঠান।
এর আগে পবিত্র হজ্জ্ব পালনের জন্য প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
ফরিদগঞ্জ প্রতিনিধি, ২৪ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur