চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ নভেম্বর রবিবার চেয়ারম্যান পদে ৭ ও সাধারণ সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক।
চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তার হলেন, মোহাম্মদ হোসেন মিন্টু (নৌকা), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী (ঘোড়া), মোঃ ফারুক আহমেদ (টেলিফোন), হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস), সাবেক চেয়ারম্যান রমজান আলী খান (চশমা), মোঃ হেলাল উদ্দিন (হাতপাখা) ও কাজী ইকবাল হোসেন পিন্টু (মটর সাইকেল) প্রতিক নিয়ে নির্বাচন করবেন।
উক্ত ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫০ জন নির্বাচনে অংশ গ্রহন করছেন। ১ ওয়ার্ডে ৯ জন। তারা হলেন, জসিমউদ্দিন (আপেল), শহীদুল্লাহ খান (টিউবওয়েল), ওহিদ উল্ল্যা (বৈদ্যুতিক পাখা), মোঃ আলমগীর (টর্চলাইট), মোঃ রাসেল (ভ্যান গাড়ি), ছাত্তার মুন্সী (ক্রিকেট ব্যাট), মিলন তপাদার (তালা), মাইন উদ্দিন পাটোয়ারী (ফুটবল), কামরুল হাসান (মোরগ)।
২ নং ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, মোঃ সাদ্দাম হোসেন (তালা), মোঃ রানা মিয়া (আপেল), মোঃ মোস্তফা (মোরগ), মোঃ শরীফ হোসেন (ফুটবল)।
৩ নং ওয়ার্ডে ৭ জন। তারা হলেন, মোঃ সেলিম (তালা), জাকির হোসেন মোল্লা (আপেল), মোঃ লোকমান হোসেন (ফুটবল), মোঃ আলী হায়দার পাটওয়ারী (মোরগ), মোঃ সুমন (টিউবওয়েল), আক্তার হোসেন (বৈদ্যুতিক পাখা), শাহাদাত হোসেন খান (ক্রিকেট ব্যাট)।
৪ নং ওয়ার্ডে ৬ জন। তারা হলেন, আলমগীর হোসেন মিয়া (টিউবওয়েল), আব্দুল কাদের হেলাল (ঘুড়ি), মাইন উদ্দিন সর্দার (ফুটবল), মমিনুল ইসলাম (তালা), সালাউদ্দিন (মোরগ), বিল্লাল হোসেন( আপেল)।
৫ নং ওয়ার্ডে ৫ জন। তারা হলেন, এমরান হোসেন তালুকদার (ফুটবল), নেওয়ামত উল্ল্যাহ (আপেল), আব্দুর রাজ্জাক তালুকদার (মোরগ), রিয়াদ হোসেন (তালা), রবিউল শেখ (টিউবওয়েল)।
৬ ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, রুহুলামিন খান গাজী (আপেল), মোঃ বশির (মোরগ), আতিকুল ইসলাম (তালা), নুরুল ইসলাম (ফুটবল)।
৭ নং ওয়ার্ডে ৫ জন। তারা হলেন, আসাদুজ্জামান (টিউবওয়েল), মহিন উদ্দিন( ফুটবল), সলিমুল্লাহ পাটোয়ারী (মোরগ), মোঃ ইউছুফ আলী( আপেল), হাসান মাহমুদ( তালা)।
৮ নং ওয়ার্ডে ৪ জন। তারা হলেন, শাহিন শহীদ (ফুটবল), কামরুল হাসান( তালা), আব্বাস আলী পাটোয়ারী (মোরগ), কামাল হোসেন (ফুটবল)।
৯ নং ওয়ার্ডে ৬ জন। তারা হলেন, মোঃ নুরে রহমান (আপেল), মোঃ সুজন(ফুটবল), মোঃ নেছার উদ্দিন(বৈদ্যুতিক পাখা), মাকসুদুর রহমান( তালা), মনির হোসেন(মোরগ), আবুল খালেক পাটোয়ারী (টিউবওয়েল)।
উক্ত ইউনিয়নে সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে মহিলা সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন ১২ জন।
১ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৫ জন। তারা হলেন, রাশিদা বেগম( মাইক), ফাহিমা বেগম (বই), শিখা রানী মজুমদার (কলম), জাহানারা বেগম (সূর্যমূখী ফুল), রীনা আক্তার (ক্যামরা) প্রতিক নিয়ে নির্বাচন করবেন ।
২ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৪ জন। তারা হলে, আয়েশা বেগম (হেলিকাপ্টার), মরিয়ম বেগম (মাইক), রানুবেগম (সূর্যমুখী ফুল), জাহানারাবেগম (বই) প্রতিক নিয়ে নির্বাচন করবেন ।
৩ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন ৩ জন। তারা হলেন, কুসুম আকতার (কলম), আমেনা আক্তার (মাইক), শাহানারা বেগম (বই) প্রতিক নিয়ে নির্বাচন করবেন । ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৮ নভেম্বর ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur