Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচন শনিবার
Faridganj-ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচন শনিবার

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। আগামী ২৭ মে শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন। গত ১৫মে সমিতির তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবির।
তিনি জানান, তফসিল ঘোষণার পর মনোনয়ন সংগ্রহ করেন ৩০জন প্রার্থী। ২১মে বাছাই শেষে ৩০জন প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ৪ জন। এরা হলেন মো. আবদুল কাদের পাটওয়ারী, মো. আবুল হোসেন গাজী, আবদুস সোবহান লিটন, মো. নুরুল আলম। সহ-সভাপতি পদে প্রার্থী ২জন। এরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩জন। এরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, মো. মোনায়েম খান ও আবু সাঈদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৪ জন। এরা হলেন আবদুর রহমান মিয়া, আবদুল সাত্তার মিয়া, ওসমান গনি মিঠু, মোঃ কামাল হোসেন জমাদার। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ২জন। এরা হলেন আবদুল মান্নান টিপু, ইকবাল হোসেন পাঠান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী ২জন, এরা হলেন আবদুল মালেক পাটওয়ারী, মোঃ কামাল হোসেন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ২ জন। এরা হলেন মো. সফিকুর রহমান ভূইয়া, মো. ফিরোজ আলম। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ৩জন। এরা হলেন জানে আলম জুয়েল, মো. মিজানুর রহমান, মো. হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সদস্য পদে প্রার্থী ৭জন। এরা হলেন মো. জহিরুল ইসলাম, আমিন খান শামিম, মো. সাইফুল ইসলাম, মো. আমির হোসেন, মো. জাকির হোসেন, মো. রুহুল কুদ্দুস. মোঃ ইসমাইল হোসেন।

আগামী শনিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১০১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২২ মে ২০২৩