চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে রাজশাহী জেলায় ধানকাটার জন্য ৮ জন শ্রমিককে পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় শনিবার সকালে মাইক্রোবাসযোগে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।
শ্রমিক প্রেরণ প্রসঙ্গে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিব চাঁদপুর টাইমসকে বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফরিদগঞ্জ থেকে আমরা রাজশাহীতে ৮ জন ধান কাটার শ্রমিক পাঠিয়েছি। সেখানে ধান কাটার শ্রমিক প্রয়োজন। কেউ যদি সেখানে ধান কাটার জন্য যেতে চায় তা হলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের পাঠানোর চেষ্টা করবো।
প্রতিবেদক:শিমুল হাসান,৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur