Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে কৃষকের ধান কেটে দিলো ফেন্ডস ফোরাম-৯৮
কৃষকের ধান কেটে দিলো

মতলব উত্তরে কৃষকের ধান কেটে দিলো ফেন্ডস ফোরাম-৯৮

করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বেচ্ছাশ্রমে এক কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিলেন এসএসসি ফ্রেন্ডস ফোরাম-৯৮।

শনিবার ২ মে উপজেলার হানিরপাড় গ্রামের লাল মিয়া নামে এক কৃষকের ২৫ শতক জমির ধান কেটে দেন। এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী।

মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের সাধারণ কৃষকদের বাঁচাতে, দেশের মানুষদের বাঁচাতে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে তারা কৃষকের ধান কাটলেন।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৮ ব্যাচের উদ্যোগে ও মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবাযন করা হয়।

ধান কাটায় অংশ নেন, মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সাবেক সভাপতি অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান শিবলু, সংগঠনের স্বপ্ন বাস্তবায়নকারী ইবনাল শাহিন আহাম্মদ শিপন, ফোরামের সহ-দপ্তর সম্পাদক সুজন মিয়াজী, সদস্য হানিফ,কবির,মকুল প্রমূখ।

ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সাবেক সভাপতি ও অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, সামাজিক দুরুত্ব বজায়ে রেখে কাজ করতে হচ্ছে। এখন কৃষি শ্রমিক সংকট। তাই এখন আমরা কৃষকদের পাশে থাকতে চাই। যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকতে। আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটার কর্মষূচি বাস্তবায়ন করছি। সেসব এলাকায় অতি দরিদ্র কৃষক বাস করেন। আমরা খবর নিয়েছি, ধান পাকা শুরু হলে কেটে দেবো। উপজেলার যে কোনো জায়গা থেকে আমাদের খবর দেওয়া হলে তাদের আমরা স্বেচ্ছায় ধান কেটে দেবো। শুধু কাটা নয়, ধান কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার কাজও করবো আমরা।’

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানির পাড়রে কৃষক লাল মিয়া জানান, প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। শিক্ষিত ছেলেরা বিনাপারিশ্রমিকে আমার জমির ধান কেটে দিবে। তারা ধান কেটে দেয়ায় আমার অন্যরকম আনন্দ লাগতেছে।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল,৩ মে ২০২০