পরিবারের অসাবধানতার কারণে গরম তেল ও গরম পানিতে পুড়েছে আরাফাত হোসাইন হৃদয় (৪) ও জিসান (৪) নামে দু’শিশুর শরীর।
বৃহস্পতিবার (২৭ জুলাই) চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মৈইসাদী গ্রামের হাজী বাড়ি ও ফরিদগঞ্জ গোবিন্দপুর গ্রামের সর্দার বাড়িতে এ দুঘর্টনা ঘটে।
আহত শিশু আরাফাত হোসাইন হৃদয় রাসেল হাজীর ছেলে ও জিসান বোরহান সর্দারের ছেলে। তারা দু’জন বর্তমানে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিশুদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আরাফাত হোসাইনের নানী রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে পিঠা তৈরি করার সময় সে রান্নাঘরে আসলে পা পিছলে পড়ে গেলে চুলায় থাকা কড়াইয়ের তেলে য় পড়ে। অপরদিকে হাজীগঞ্জ গোবিন্দপুরে গত বুধবার দুপুরে জিসানের মাতা ফাতেমা বেগম জিসানকে গোসল করানোর জন্য পানি গরম করে প্লাস্টিকের মগে বাড়ির উঠানে রেখে অন্য কাজের জন্য ঘরে গেলে এর ফাঁকে জিসান পানির ওই পাত্র নিয়ে পুকুর ঘাটে গিয়ে ঠান্ডা পানি মনে করে তার শরীরে ঢেলে দেয়। এতে তার মুখমন্ডলসহ শরীরের অধিকাংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভতিৃ করায়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ২৮ জুলাই ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur