চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগের মা শিরিনা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি… রাজিউন)।
১৫ মে রোববার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত কয়েকদিন পূর্বে হৃদ রোগে আক্রান্ত এক সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী,২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমা শিরিনা বেগমের মৃত্যুতে সকল শ্রেনী-পেশার মানুষের কাছে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন মরহুমার বড় ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur