চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিতে ঋন বিতরণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অধিনস্থ
দক্ষিণ চরবড়ালী কে এস এস সমবায় সমিতির সদস্যদের ফসলি ঋন বিতরণ করা হয়েছে।
এই দিন সমিতির ৫ জন সদস্যের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, পরিদর্শক শফিকুল ইসলাম ও প্রাথমিক সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজার।
এই সময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানতবীহীন ঋন দিয়েছেন, তাই আপনারা এই ক্ষুদ্র ঋনের সঠিক ব্যাবহার করে সময় মত ঋন পরিশোধ করবেন।
তিনি ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সমবেদনা জানান, এবং ক্ষতিগ্রস্ত কৃষক গনের তালিকা তৈরি করে তাদেরকে নতুন করে বীজ কীটনাশক ও সার দেয়ার জন্য উপজেলা কৃষি বিভাগের প্রতি অনুরোধ করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur