Home / চাঁদপুর / যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল
যুবদলের

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল

চাঁদপুর জেলা যুবদল আয়োজিত বিরাট যুব সমাবেশ সফল করার লক্ষে শহরে মিছিল করে সমাবেশে অংশ নিয়েছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের শপথ চত্তর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে হাজী মহসিন রোডে অনুষ্ঠিত যুবদলের যুব সমাবেশে এসে মিলিত হয়।

জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ২৭ অক্টোবর। এ উপলক্ষে বিকাল ৩টায় জেলা যুবদল শহরের হাজী মহসিন রোডে বিরাট যুব সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উক্ত সমাবেশ সফল করার জন্য চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হয়।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, আবুল হাসনাত, ইয়াকুব বিন সায়েদ লিটনসহ জেলে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে যোগ দেয়ায় জেলা যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

স্টাফ করেসপন্ডেট, ২৭ অক্টোবর ২০২২