Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৩শ’ ৮৬ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
ফরিদগঞ্জে ৩শ’ ৮৬ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ফরিদগঞ্জে ৩শ’ ৮৬ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

চাঁদপুরের ফরিদগঞ্জে ৩শ’ ৮৬ কেন্দ্রে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মাহফুজুর রহমান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহাংগীর আলম শিপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ডা. আসাদুজ্জামান জুয়েল, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট নূরুল আমিন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪টি কেন্দ্র, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মোট ৩শ’ ৮৬টি কেন্দ্রে ভিটামিন এপ্লাসক্যাপসুল খাওয়ানো হয়।

এ ক্যাম্পেইন সম্পন্ন করার লক্ষে ৭৬৮ জন স্বেচ্ছাসেবক, প্রথম সারির ৪৮ জন তত্বাবধায়ক, স্বাস্থ্য সহকারী ৫৪ জন, পরিবার পরিকল্পনা সহকারী ৬০ জন দায়িত্ব পালন করেন।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ

Leave a Reply