Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ
প্রার্থীর

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৫ম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ্ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নিবার্হী কর্মকর্তা, রিটার্নিং অফিসার ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে প্রার্থী শাহ্ আলম শেখ।

২৬ ডিসেম্বর গভীর রাতে ওই ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়ীতে প্রার্থীর নিজ বসতঘরে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।

স্থানীয়রা জানায়, রাতেই অগ্নিকাণ্ডের ঘটনার টের পেয়ে বাড়ীর বাসিন্দারাসহ দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তারা আরো জানায়, ৫ম দফার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ইস্কান্দার আলীর বড় ছেলে শাহ্ আলম শেখ ইউনিয়নবাসী ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

ভূক্তভোগী শাহ্ আলম শেখ জানান, নির্বাচনী সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে চশমা প্রতীক পেয়ে প্রচার- প্রচারণা শুরুর করার পর তার প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন চশমা প্রতীকের ব্যানার ফেস্টুন নষ্ট করা সহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ধমকি দিয়ে আসছেন অনাবরত। তারই জের ধরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করছেন কি চেয়ারম্যান প্রার্থী হলে মুক্তিযোদ্ধা সন্তানদের বসতঘর পুড়িয়ে দেওয়ার জন্য? সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ভুক্তভোগীকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৬ ডিসেম্বর ২০২১