ফরিদগঞ্জে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি রোববার বাদ জোহর ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের প্রতিষ্ঠিত জলিলিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়াা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান, উপজেলা যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, যুব সংহতি নেতা ইব্রাহিম খলিল, মুফতি তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুনাজাত পরিচালনা করে হাফেজ মাওলানা ইয়াছিন।
প্রতিবেদক:শিমুল হাছান,২৮ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur