করোনাকালে মৃত্যু বরণ করা সাংবাদিক আবুল হাসনাতের ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডে করা বীমার মৃত্যু দাবীর ২ লাখ টাকার চেক পেয়েছেন তার পরিবার।
৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন বীমা কোম্পানীর ডিএমডি মিজানুর রহমান।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কোম্পানির সিনিয়র এএমডি কে.এম হাছান, মনজুরুল আলম, এ.এম.ডি বাহাদুর খাঁন বাহার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, এম কে মানিক পাঠান, সদস্য মহিউদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে মরহুম আবুল হাসনাতের ছেলে শুভ’র হাতে মরনোত্তর ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২৯ মে সকলের কাছে মাপ চেয়ে ফেসবুকে স্টেটাস দেয়ার ২ ঘন্টার মধ্যেই মৃত্যু বরণ করে সাংবাদিক আবুল হাসনাত। পরে তাকে স্বাস্থ্য বিধি মেনে তাকে পরদিন দাফন করা হয়।
প্রতিবেদক:শিমুল হাছান,৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur