Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্রিকেটের পুরস্কার বিতরণ
sheikh rassel-news

ফরিদগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্রিকেটের পুরস্কার বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ রাসেল স্মৃতি সংসদ এলইডি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের গোয়ালভাওর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ’লীগ সরকার যুবসমাজকে সম্পদে পরিণত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষায় ব্যাপকহারে কর্মসংস্থানের সৃষ্টি করা হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ পৌর আ’লীগের সাংগঠণিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রিপন।
বিশিষ্ট আ’লীগ নেতা ও ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. কামরুজ্জামান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা এড. মাহাবুব আলম, ১০ নং ইউনিয়ন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. শাহ আলম মৃধা, খোরশেদ আলম খন্দকার, রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহিন মেম্বার, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ফিরোজ আলম, এস এম সোহেল রানা, ১৫ নং ইউনিয়ন যুবলীগ নেতা আক্তার হোসেন, ১০ নং ইউনিয়ন যুবলীগ নেতা কাইয়ুম গাজী, যুবলীগ নেতা এমরান হোসেন আমিন, ৯নং ইউনিয়ন যুবলীগ নেতা রিপন ভূইয়া, রিয়াদ হোসেন, ১০নং ইউনিয়ন যুবলীগ নেতা বাবু, ১২নং ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাত্তার, সাংগঠণিক সম্পাদক নাছির, ১০নং ইউনিয়ন যুবলীগ নেতা সোহাগ, ১৪ নং ইউনিয়ন যুবলীগ নেতা রবিন হোসেন, ফরিদগঞ্জ পৌর যুবলীগ নেতা রিপন মিজি, জসিম, মানিক, এমরান সাউদ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল সরকার, মাহাবুব আলম, সুমন আহম্মেদ, সুমন খাঁন, ১০নং ইউনিয়ন আ’লীগ নেতা ইলিয়াছ রাঢ়ি, ৯নং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাপ্পী, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাকিল পাঠান, রবিন, কাউসার, পৌর ছাত্রলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের হাতে এলইডি টিভি, মেডেলসহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ

Leave a Reply