চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলী ডা. রশিদ আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীকে আইনের আওতায় দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
১৭ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মনু মিয়া, এলাকাবাসী ডা. জাকির হোসেন, ডা. মো. ইয়াছিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর স্কুলের ছাত্রীকে উত্যক্ত করা এবং তার ভাইকে মারধর করার প্রতিবাদ করায় বখাটে মনিরুল বাসার লিমন সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় শিক্ষক সাইফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur