Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / জেলা পরিষদ নির্বাচন: মতলবে নির্বাচিত হলেন যারা
জেলা

জেলা পরিষদ নির্বাচন: মতলবে নির্বাচিত হলেন যারা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চা্ঁদপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ওয়ার্ড ২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া) এ নির্বাচিত হয়েছেন তাছলিমা আক্তার, প্রতীক ফুটবল। তিনি ৩ উপজেলায় সর্বমোট ভোট পেয়েছেন ২০২ টি।

তন্মোধ্য মতলব উত্তর উপজেলায় ১০৩টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩০টি ও কচুয়া উপজেলায় ৬৯টি। তাসলিমা আক্তারের বাড়ী মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা আক্তার আঁখি, প্রতীক দোয়াত কলম। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১২৭টি।

তন্মোধ্যে মতলব উত্তর উপজেলায় ৩৮টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৫টি ও কচুয়া উপজেলায় ৫৩টি। তার বাড়ী বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা সদরে।

এদিকে সদস্য পদে ২ নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলায় ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার মোঃ আলাউদ্দিন, প্রতীক তালা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাবিবুর রহমান (কাজী হাবিব) প্রতীক বৈদ্যতিক পাখা, ভোট পেয়েছেন ৫৬টি।

ওয়ার্ড নং ৪, মতলব দক্ষিণ উপজেলার সদস্য পদে মোঃ আল আমিন ফরাজী, প্রতীক হাতি, ভোট পেয়েছেন ৪১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন মিঠু, প্রতীক টিউবওয়েল, তিনি ভোট পেয়েছেন ৩৪টি।

মতলব উত্তর উপজেলায় ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট প্রয়োগ করেছেন, মতলব দক্ষিণ উপজেলায় ৯০ জনের ভোট করেছেন ৮৮ জন এবং কচুয়া উপজেলায় ১৭২ জন ভোটারের মধ্যে সবাই ভোট প্রয়োগ করেছেন। তবে এখানে একটি ভোট বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত ফলাফলে জানা যায়, মতলব উত্তর উপজেলা ৫নং ওয়ার্ড চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী মোবাইল পেয়েছেন ১০০ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন আনারস পেয়েছেন ৮১ ভোট।

অপরদিকে সাধারণ সদস্য পদে মোঃ আলাউদ্দিন সরকার তালঅ প্রতীক পেয়েছেন ৭১ ভোট, কাজী হবীবুর রহমান পেয়েছেন ৬৫ ভোট, জেলা পরিষদের সাবেক পরিচালক সদস্য মিনহাজ উদ্দিন খান পেয়েছেন ২৫ ভোট,আরেক প্রার্থী ঈশা পাটোয়ারী পেেয়ছেন ২০ ভোট। এ ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন সরকার বিজয় হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে তাসলিমা আক্তার ফুটবল পেয়েছেন১০৬ ভোট,আসমা আক্তার আখি দোয়াত কলম পেয়েছেন ৩৮ ভোট, রনক আরা টেলিফোন পেয়েছেন ২৯ ভোট,শামসুন্নাহার টেবিল ঘরি পেয়েছেন ০৬ ভোট।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলায় ৪নং ওয়ার্ড-এ জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী মোবাইল পেয়েছেন ৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন আনারস পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সদস্য পদে পরুষ সদস্য পদে সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমিন ফরাজী হাতি প্রতীক পেয়েছেন ৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জসিম উদ্দিন মিঠু টিউবওয়েল প্রতিক পেয়েছেন ৩৪ ভোট, রিয়াদুল আলম প্রতিক তালা ১৩ ভোট,বাদল ফরাজী শূন্য ভোট, ও ফরহাদ হোসেন অটোরিক্সা পেয়েছেন ০১ ভোট। অপরদিকে এ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজমা আক্তার আখি দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাসলিমা আক্তার ফুটবল পেয়েছেন ৩০ ভোট, রওনক আরা ১৮ ভোট, ও শামসুন্নাহার পেয়েছেন ৪ ভোট।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করার জন্য বিপুল সংখ্যক পুলিশ,র্্যাব,বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছিল। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ভোট কেন্দ্র পর্যবেক্ষনে ছিলেন।

মতলব দক্ষিণ ও উত্তর প্রতিনিধি , ১৭ সেপ্টেম্বর ২০২২