আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিয়য়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী সুমাইয়া খানম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় কানিজ ফাতেমা, সফল জননী হিসেবে কামরুন্নাহার ও শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কামরুন নাহারকে শ্রেষ্ঠ জয়িতার সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আমেনা বেগম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, নারী নেত্রী রাজিয়া সুলতানা দিপু প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৯ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur