বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০১৫ : ০২ : ৩০ পিএম
আশিক বিন রহিম:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলারর কাচারিয়া এলাকায় রসমালাই খেয়ে একই পরিবারের ১২ জন অসুস্থ হয়েছে। আহতদেরকে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার কাচারিয়া এলাকার হাশেম সর্দারের ছেলে লোকমান সর্দারের দোকানে কেউ একজন গত ৩ দিন পূর্বে রসমালাই রেখে যায়। কিন্তু লোকটি রসমালাই না নেয়ার কারণে লোকমান সর্দার খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যায়। ওই রসমালাই খেয়ে তার পরিবার সদস্যগণ ও প্রতিবেশি লোকজন অসুস্থ হয়ে যায়।
আহতরা হচ্ছেন লোকমান সর্দার (৪০), ছেলে আব্দুল্লাহ (১২) মানিক গাজীর ছেলে সোহেল (১২), স্ত্রী খাদিজা বেগম(৩৬), মেয়ে রুজিনা (৯) পূর্ণিমা (৬), জাফরের ছেলে মহসিন (৮), ঈশান (৪)। অন্যাদের নাম পাওয়া যায় নি।
চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur