Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
মাতৃভাষা

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের ফরিদগঞ্জে অন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ইউএনও তাসলিমুন নেছা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ, পৌল্লী বিদুৎ, ফায়ার সার্ভিস, পৌর আ’লীগ, সাবেক এমপির ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়ার পক্ষে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, উপজেলা ড্রাগিস্ট সমিতি, ফরিদগঞ্জ প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।
২১ ফেব্রুয়ারী মোঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন প্রভাত ফেরি করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা মিলনআয়তনে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলানির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহীদুল ইসলাম রোমান।

ফরিদগঞ্জ পৌরসভা কতৃপক্ষ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাহিদ হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক রাজবি মজুমদার।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি করে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জণী নিবেদন করে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ ফেব্রুয়ারি ২০২৩