Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা
যথাযোগ্য

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

চাঁদপুরের ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

একই সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টায় ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ, পুরস্কার বিতরন করা হয়। পরে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে একইদিন বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সকল শ্রেনী-পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাহী অফিসার শিউলী হরি সকল শ্রেনী- পেশার মানুষদের সাথে নিয়ে ভার্চুয়ালী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ ডিসেম্বর ২০২১