ফরিদগঞ্জে চুরি করে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সাসহ জনতা দ্বারা দুই চোরকে আটক করা হয়েছে।
১৪ অক্টোবর,বুধবার দুপুরে পৌর এলাকার পূর্ব বড়ালী এলাকার মো. রাকিব হোসেনের নিজ মালিকিয় ডিস্কবার ১২৫ সিসি মোটর সাইকেলটি ভাড়া বাসা বড়ালী (চতুরা) মৃত-আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে চুরি করে নিয়ে যায়।
বহু খোঁজাখুজির পর উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুপসা জমিদার বাড়ির সামনে মোটর সাইকেল দেখতে পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় চোর রুপসা দক্ষিন ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের লাল মিয়ার ছেলে মো. রুবেল (২৮) ও একই এলাকার দুলাল হোসেনের ছেলে আল- আমিন (২৮) কে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।
পরে থানার এস. আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স চোরাইকৃত মালামালসহ ২ চোরকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃত চোরদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদক :শিমুল হাছান,১৫ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur