Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৩৫
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব
চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৩৫

চাঁদপুরে বৃহস্পতিবার ৫০টি নমুনা টেস্টের মধ্যে ৩টি রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ১জন ও শাহরাস্তির ২জন। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন ও ফরিদগঞ্জের ২জন।

এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৬৩জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,১৫ অক্টোবর,বৃহস্পতিবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৫০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩টি পজেটিভ। বাকী ৪৭টি করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৩৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৪২জন, ফরিদগঞ্জে ২৬৭জন, মতলব দক্ষিণে ২৬৪জন, শাহরাস্তিতে ২২৯জন, হাজীগঞ্জে ২০০জন, মতলব উত্তরে ১৯৫জন, হাইমচরে ১৫৩জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,১৫ অক্টোবর ২০২০