চাঁদপুর ফরিদগঞ্জে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশ্নে জুলছের বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ গাউছিয়া কমিটির ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল র্যালিটি অুনষ্ঠিত হয়।
উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে বিশাল গাড়ী বহর নিয়ে কয়েক হাজার মুসুল্লী এই জুলুছে অংশ গ্রহণ করে এবং র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে এসে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
র্যালি শেষে আয়োজিত এক পথ সভায় বক্তব্য রাখেন গাউছিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বুলবুল, মেয়র প্রার্থী পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাহাঙ্গীর আলম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাও. খোরশেদ আলম, আ:মান্নান, আছিম উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবেদক:শিমুল হাছান,৩১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur