করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে বাধ্যতামুলক ভাবে মাস্ক ব্যবহার করার জন্য চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেছে।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের প্রেসক্লাব এলাকায় সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার এই অভিযান পরিচালনায় করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১৮৬০ সালের ২৬৯ ধারায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯৫০ টাকা জরিমানা করেন।
এছাড়া লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালানোয় বিভিন্নজনকে সর্তক করে দেন।
এদিকে সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলা দায়ের করে ১৭ শত টাকা জরিমানা করেন। একই সাথে তিনি জনগণকে মাস্ক ব্যবহার বিষয়ক সচেতনতা সৃষ্টি করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur