Home / চাঁদপুর / চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ২২০ জনকে ২৯ হাজার টাকা জরিমানা
মাস্ক ব্যবহার, মাস্ক ব্যবহার, মাস্ক ব্যবহার, মাস্ক ব্যবহার, মাস্ক ব্যবহার
ফাইল ছবি

চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ২২০ জনকে ২৯ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ২২০ জনকে ২৯ হাজার ৬১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

শতভাগ মাস্ক নিশ্চিত করতে চাঁদপুর শহরজুড়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তারা।

শহরের সাতটি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন, মঞ্জুর মোর্শেদ, সেলিনা আক্তার, আবিদা সিফাত, আজিজুর নাহান ও এসিল্যান্ড ইমরান হোসেন। এ সময় সদর উপজেলায় ১৪৬ জনকে ১৪৬টি মামলায় ১৭ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন, করোনা প্রতিরোধে শতভাগ মাস্ক নিশ্চিতে জেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

করেসপন্ডেট,২৪ নভেম্বর ২০২০