Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ভূমিহীন ৩১ পরিবার জমি ও ঘর পাচ্ছেন
ভূমিহীন

ফরিদগঞ্জে ভূমিহীন ৩১ পরিবার জমি ও ঘর পাচ্ছেন

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩১ জন অসহায় ভূমিহীন পরিবারের মাঝে জমি ও নুতন ঘর দেয়া হচ্ছে। নুতন এই ঘরগুলো আশ্রায়ান প্রকেল্পর অধীনে সদ্য নির্মিত হয়েছে।

২০ মার্চ সোমবার সকালে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা জানিয়েছেন।

প্রেস ব্রিফিং এ ইউএনও জানান, ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী গনভবন থেকে ভার্র্চয়াল অনুষ্ঠানে অংশ গ্রহন করে আনুষ্ঠানিক ভাবে সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করবেন।

ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে বলে দাবী করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা। ওইদিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানসহ স্থানীয় সংবাদকর্মীরা ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২০ মার্চ ২০২৩