Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী, র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা সদের বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মৌলি মন্ডলের সভাডপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ। একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্ল্যা তপাদার, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা সুমন ভৌমিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন প্রমুখ। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ বলেন, টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম এবং এদেশের মানুষের প্রতি অগাধ ভালবাসার কারণেই তিনি ধিরে ধিরে বঙ্গবন্ধুতে পরিনত হন। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণি ভুমিকা পালন করেন। আর এইজন্যই তিনি আমাদের জাতির পিতা।

প্রতিবেদক: শিমুল হাছান,১৭ মার্চ ২০২৪