Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পৃথক আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু

ফরিদগঞ্জে পৃথক আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনের মধ্যদিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি. এস তছলিম আহাম্মেদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনির।

একই দিন সন্ধায় ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর আ’লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক। এ সময় পৌর সকল ওয়ার্ড আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে উপজেলা যুবলীগের আয়োজনে ফরিদগঞ্জ বাজারের সবুজ মার্কেটে আ’লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। এ উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, পৌর সভার প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারী প্রমূখ।

অন্যদিকে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পৌর আ’লীগের সাবেক সভাপতি হাছান রাজা পাটওয়ারীর সভাপতিত্বে, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনিরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি. এস তছলিম আহাম্মেদ।

এ সময় উপস্থিত রাখেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সদস্য মো. শাহ আলম, পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, পৌর যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল সুইট, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান রবিন, ফজলে রাব্বি প্রমূখ।

এদিকে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন অর- রশিদ সাগর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, ১ নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল ইসলাম সউদ প্রমূখ।

অন্যদিকে পৌর ১ নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী মুকবুল আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল সুমনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী আকবর হোসেন মনির। এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন পৌরসভার প্যানেল মেয়র ও মেয়র প্রার্থী খলিলুর রহমানের উদ্যোগে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, বর্তমান যুগ্ম আহবায়ক আল – আমিন পাটওয়ারী, সদস্য আব্দুল গাফ্ফার সজিব, আলাউদ্দিন মিয়াজি, সুমন পাটওয়ারী, আব্দুর রহিম রুবেল প্রমূখ।

এ দিকে ফরিদগঞ্জ বাজারের তালুকদার প্লাজায় মেয়র প্রার্থী কামরুল ইসলাম সউদের উদ্যোগে তার ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, যত ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুষের উন্নয়ন অগ্রগতীতে পিছপা হবে না। অনেকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাকে দেশ ও মানুষের সেবায় বাঁচিয়ে রেখেছেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর কখনো পিছিয়ে যাবে না। আমরা উন্নত আধুনিক আর মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবো।

এ সময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে উপহার দিয়েছেন। আর শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চলছেন। তাই শেখ হাসিনার বিকল্প নেই বাংলাকে এগিয়ে নিতে।

প্রতিবেদক:শিমুল হাছান,২৯ সেপ্টেম্বর ২০২০