Home / খেলাধুলা / সাকিব আইসিসির নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন, বিষয়টি কি আগে থেকেই জানতেন পাপন?
আইসিসির নিষেধাজ্ঞা

সাকিব আইসিসির নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন, বিষয়টি কি আগে থেকেই জানতেন পাপন?

সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন, বিষয়টি কি আগে থেকেই জানত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপনও কি কিছুই আঁচ করতে পারেননি? সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তবে এই প্রশ্ন দুটি এখনো সাধারণ ভক্তদের অনেকের মনে ঘুরে।

অন্তত বিসিবি সভাপতি আগে থেকেই জানতেন বলে বিশ্বাস করা লোকের অভাব নেই। যা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বিসিবি সভাপতি।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’ এ বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন নাজমুল হাসান পাপন। সেখানেই সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন তিনি। এ সময় সাকিব নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি আগে না জানানোয় কিছুটা আক্ষেপও ঝরেছে বিসিবি সভাপতির কণ্ঠে।

তিনি এভাবে বলেছেন, ‘সাকিব কেন বলেনি, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি…। ’ আগে বললে ভারত সফরের জন্য নতুন অধিনায়ক তৈরিতে সময় পাওয়া যেত বলেও উল্লেখ করেন নাজমুল হাসান পাপন।

আরও দেখুন: পাপনের চোখে সাকিব এখন ‘বদলে যাওয়া এক মানুষ’

বিসিবি সভাপতি জানান, তিনি বিষয়টি প্রথম জানতে পারেন ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহারের পর দিন। সাকিব নিজেই বিসিবি সভাপতির কর্মস্থলে গিয়ে দেখা করেন এবং বিষয়টি জানান। এমনই দাবি বিসিবি সভাপতির।

বলেন, ‘এই জিনিসটা ও কেন জানায়নি আমি জানি না।

শুধু তাই না, পরে আমি শুনতে পারলাম শুধু ও না, আরো তিনজনের ইন্টারভিউ করে গেছে আকসু। বাংলাদেশে এসে। ওই তিনজনও এখনো আমাকে বলেনি, এরা কারা। ’

বিসিবি সভাপতি বলে যান, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ‘‘কেন বলেনি?’’ আকসু তো বলবে না এটা নিশ্চিত। ওরা কোনো দিন ওই (সংশ্লিষ্ট) দেশের বোর্ডকে বলবেই না। ওরা মোটামুটি চার্জ দাঁড়া করাতো যদি, তখন জানাতো…। তার আগে তদন্ত চলাকালে কিছুই বলবে না। ’

‘সাকিব কেন বলেনি, এটা আমি মাঝে মাঝে চিন্তা করি। ও হয়তো দুইটা কারণে জানায়নি। একটা হয়তো আকসুর নিষেধাজ্ঞা ছিল। যেটা থাকারই কথা। আরেকটা হতে পারে, ও ভেবেছে হয়তো যদি জানি তাহলে আকসুর আগে বিসিবিই নিষিদ্ধ করে দেবে (হেসে)। হতে পারে। এটা আমি অস্বীকার করছি না। ’

বিসিবি সভাপতি শেষ করেন এভাবে, ‘ওরা তো কম সময়ের জন্য করেছে, বিসিবি হলে আরো বেশি করবে। তার চেয়ে না জানানোই ভালো। হতে পারে এটা, আমি অস্বীকার করছি না। ’