Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নৌকায় ভোট চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান
jela-parishad-chairman

ফরিদগঞ্জে নৌকায় ভোট চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের নৌকা মার্কার বিজয় নিশ্চিতকল্পে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নৌকার পক্ষে ভোট চেয়ে জনপ্রতিনিধিদেরকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। সোনার বাংলা বিনির্মাণে আবারো নৌকার জয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাংলাদেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি থামাতে পারবে না। শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে সমৃদ্ধি। এই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফরিদগঞ্জসহ চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ বিষয়ে জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, ১নং ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান পাটওয়ারী, ২নং ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, ৫নং ইউপি চেয়ারম্যান আঃ গনি বাবুল, ৬নং ইউপি চেয়ারম্যান কালাম ভূঁইয়া, ৭নং ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ, ৮নং ইউপি চেয়ারম্যান শওকত বিএসসি, ৯নং ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, ১২নং ইউপি চেয়ারম্যান আঃ হাই, ১৫নং ইউপি চেয়ারম্যান ইস্কান্দার, ১৬নং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ।

করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর, ২০১৮