চাঁদপুর ফরিদগঞ্জে আব্দুল মোতালেব নামে এক যুবকের গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার (১ মার্চ) বিকেলে রুপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দের গাঁও গ্রামের মাইজের বাড়ির পিছনে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় ওই বাড়ির মৃত আব্দুল মতিনের ছোট ছেলে আব্দুল মোতালেব গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়,২৪ ফেব্রুয়ারি দুপুরে আব্দুল মোতালেব তার নিজ ঘর থেকে খাবার খেয়ে বেরিয়ে যায়। এর পরে তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজ করে সন্ধান পায়নি।
সর্বশেষ আজ বিকেলে ঘরের পিছনে একটি বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেবের লাশ দেখতে পায় স্থানীয়রা। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশের এস আই গোপীনাথ চাঁদপুর টাইমসকে জানানা, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। তবে মৃত্যুর কারণ সর্ম্পকে এখনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur