চাঁদপুরের ফরিদগঞ্জে নতুন আঙ্গিকে নিজস্ব ভবনে ফ্যামিলি কেয়ার মেটারনেটি সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর (শুক্রবার) বিকালে চাঁদপুর-লক্ষীপুর সড়কের ফরিদগঞ্জ কালির বাজার চৌরাস্তা সংলগ্ন হাসপাতালের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ডা. লিপিকা রানী পালের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা সেক্টর কমান্ডার’স সভাপতি প্রফেসর এম তবিবুল্লা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ রাজেশাম কুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জাম সবুজ, বিএনপি নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur