জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
১৬ আগস্ট বুধবার চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপতালের পরিচালনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, জাাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছি। যাতে করে অসহায় ও খেটে খাওয়া মানুষগুলোর চোখের বিভিন্ন জটিলতায় আক্রান্তরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: সাখাওয়াতসহ চিকিৎসক বৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ আগস্ট ২০২৩