Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ছেলের সাফল্য দেখে যেতে পারেনি বাবা আবুল হাসনাত
ফরিদগঞ্জে ছেলের সাফল্য দেখে যেতে পারেনি বাবা আবুল হাসনাত

ফরিদগঞ্জে ছেলের সাফল্য দেখে যেতে পারেনি বাবা আবুল হাসনাত

সাংবাদিক আবুল হাসনাতের বড় ছেলে মো. তানভীর হোসেন শুভ এস.এস.সি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

৩১ মে রোববার প্রকাশিত ফলাফলে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে শুভ জিপিএ ৫ পায়। তবে ছেলের এই সাফল্য দেখা বা শোনার সোভাগ্য হয়নি মো. তানভীর হোসেন শুভ’র পিতা সাংবাদিক আবুল হাসনাতের।

গত ৩০ মে শনিবার রাতে আবুল হাসনাত জ্বর ও বুকের ব্যাথা নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হওয়ার দু’ঘন্টা পর মারা যান তিনি।

সাংবাদিক আবুল হাসনাত তার বড় ছেলে শুভ’র ফলাফলের অপেক্ষায় ছিলেন। কিন্তু, ছেলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগের দিন না ফেরার দেশে চলে যান হতভাগা পিতা।

বাবা আবুল হাসনাত স্বপ্ন দেখতেন ছেলেকে নাম করা কলেজে ভর্তি করাবেন। একদিন মানুষের মতো মানুষ হয়ে সে পরিবারের মুখ উজ্জল করবে।

এদিকে, পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর কান্নায় ভেঙ্গে পড়েন শুভ। কান্না জড়িত কন্ঠে সে ডেইলি ফরিদগঞ্জকে জানান, বাবাকে আমার পরীক্ষার ফলাফল দেখাতে পারলাম না। বাবা সব সময় চাইতেন আমি যেনো ভালো ফলাফল করি। এস.এস.সি পরীক্ষার ভালো ফলাফল বাবা দেখে যেতে না পারার কষ্ট আমার সারা জীবন থেকে যাবে।

প্রতিবেদক:শিমুল হাসান,৩১ মে ২০২০