চাঁদপরের ফরিদগঞ্জে ১৬ জানুয়রি বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে চোরাই সিএনজি স্কুটারসহ যুবককে আটক করেছে। পুলিশের জানা আটক যুবক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বসন্তবাগ গ্রামের মো. সাগর। সে আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
ওইদিন রাতে এসআই সুমন্ত মজুমদার, এ এস আই ইলিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ১১নং পূর্ব চরদুঃখিয়া আলোনিয়া থেকে তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিএজির মালিক মো.নুরুল হুদা বৃহস্পতিবার রাতে শ^শুর বাড়ির সামনে সিএনজি রেখে রাত ৮ ঘটিকার সময় অসুস্থ শাশুড়িকে দেখতে যায়। কিছুক্ষন পরে টুং, টাং সব্দ শুনে ঘরের বাহিরে এসে দেখে তার সিএজিটি কয়েকজন মিলে দ্রুত ছালিয়ে নিয়ে যাচ্ছে। নুরুল হুদার চিৎকার শুনে আশে পাশের লোকজন ও রন পাহারারত পুলিশ চোরদেরকে তাড়া করলে কিছুদুর সামনে গিয়ে একজন পলিয়ে যায়, এবং সাগর নামের এক চোরকে সিএনজিসহ আটক করতে সক্ষম হয়।
থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, সিএনজির মালিক বাদী হয়ে চোরে বিরুদ্বে একটি মামলা দায়ের করেছেন। আটক কৃত আসামীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৮ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur