বর্নাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)র ৪৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে সমিতির সভা কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুস ছালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে ও মাঠ সংগঠক মো. কাউছার মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর সভার নব-নির্বাচিত মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম আহাম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মশিউর রহমান ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ প্রমূখ।
আলোচনা শেষে সমিতির কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদেরকে পুরুস্কার প্রধান করা হয়।
প্রতিবেদক:শিমুল হাছান,২৮ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur