Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০
faridganj-health-complex

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ২০জন আহত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর , রূপসা দক্ষিণ এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৫জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা, বদরপুর, রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, গৃদকালিন্দিয়া বাজার এলাকায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চর রামপুর ও হর্ণি র্দুগাপুর গ্রামে মঙ্গলবার সকাল থেকে কুকুড়ের কামড়ের শিকার হয় লোকজন। এর মধ্যে জখম অবস্থায় গৃদকালিন্দিয়ার তাসলিমা(১৬), আনিকা (৩০), লোকমান (৭০), নুরুল ইসলাম (৭০), দক্ষিণ বদরপুরের রাহাত (২০), চর রামপুরের রুহুল আমিন(৭০), চরমান্দারীর তাহমিনা(২১), তাসলিমা (২০),আ: সাত্তার (৬৫), বারপাইকা গ্রামের রেখা (৪০), বদরপুর গ্রামের খাদিজা (৩৩), হর্ণি দুর্গাপুর গ্রামের রৌশন আরা (৬০), ফারিহা (৩) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

বারপাইকা এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকালথেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ২০ জনের বেশি লোক কুকুকের কামড়ের শিকায় হয়েছে বলে শুনেছি। স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এসময় অভিভাবকদের ছুটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুড়ের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ১৫জনরোগী চিকিৎসা নিয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এব্যপাারে সহযোগিতা করেছে।

প্রতিবেদক: শিমুল হাছান,২০ ফেব্রুযারি ২০২৪