উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সমন্বয়কারী শিল্পপতি এম এ হান্নান দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গত শনিবার তিনি ফরিদগঞ্জে আসেন। এবার তিনি গ্রামের মানুষের সাথে ঈদ পালন করেন।
অনেক দিন পর তিনি টানা এতো সময় এলাকায় কাটিয়েছেন। আগামী শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে ফরিদগঞ্জ ত্যাগ করবেন।
১৩ ও ১৪ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপি এবং যুবদল নেতা-কর্মীদের সাথে ইউনিয়ন ভিত্তিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তৃনমূল কর্মীদের সব সময় ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, প্রচার সম্পাদক মো. মাসুদ, দপ্তর সম্পাদক মো.ফারুক, যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, আমির হোসেন খান, জাকির মোল্লা, আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৪ জুুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur